পটিয়ার কথা কচুয়াই মাদ্রাসা ও এতিম খানার গেইট নির্মাণে জেলা প্রশাসকের কাছে আবেদন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া কথা কচুয়াই মফিজ খান সড়ক সন্মুখে লেওয়া-ই আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার গেইট নির্মাণ করার আবেদন জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি আবদুল আলম  গত ১৭ ফেব্রুয়ারী 

লিখিত অভিযোগ দায়ের করেছে। জেলা প্রশাসক কোড নং ৩৯৬ মুলে  বিধি মোতাবেক পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যাবস্তা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সহকারী কমিশনার ভুমি (পটিয়া) গত ২৪ ফেব্রুয়ারী খাতা নং ২৮৯ মুলে পটিয়া সার্ভেয়ার জায়গাটি পরিদর্শন পুর্বক রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগকারী আবদুল আলম ফকির জানান। সুএে জানাযায় দীর্ঘদিন ধরে উক্ত মাদ্রাসা গেইট ভাংচুর করে গত কয়েক বছর ধরে ৪/৫ বার।মাদ্রাসাটি চেনার এবং  জনগণের সুবিধার্থে মাদ্রাসার গেইট টি জরুরি মনে করেন এলাকার লোকজন। আবদুল আলম ফকির জানান, মাদ্রাসা টি ছিনতে মুলত মহাসড়ক এর সাথে লাগােয়া  মফিজ খান সড়কে মাদ্রাসার গেইট প্রয়োজন ১৯৮৫ সাল থেকে গেইট ছিল এক সংঘবদ্ধ কুচক্রী মহল মাদ্রাসার গেইট অপসারণ করতে তৎপরতা চালিয়ে আসছে। আবদুল আলম ফকির এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় ধর্ম মন্রী এবং পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ