প্রিয় দেশবাসীকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা,মোবারকবাদ ও সালাম জানিয়েছেন দৈনিক কপোতাক্ষ নিউজ পত্রিকার টাংগাইল জেলা প্রতিনিধি ডা.এম.এ.মান্নান।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
কিছু নসিহত তুলে ধরা হল-
♦মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন।
♦সকল প্রকার পাপাচার থেকে দুরে থাকুন।
♦বেশী বেশী ফরজ,সুন্নাহ ও নফল ইবাদত সহ সকল প্রকার সহিহ আমল করুন।
♦মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মহান আল্লাহ কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে সাহায্য কামনা করুন।
♦কর্মহীন,দুস্থ,অসহায়,বিধবা,গরীর শ্রেনীর মানুষকে অর্থ/খাদ্য সামগ্রী /পরামর্শ /বস্ত্র /চিকিৎস্যা দিয়ে সাধ্যঅনুযায়ী সহযোগিতা করুন এবং খোঁজ খবর নিন।
♦সকল আত্বীয়-স্বজনদের খোঁজ খবর নিন এবং তাদের সাথে সু সম্পর্ক অটুট রাখুন।
♦বিশ্ববাসীর জন্য করোনা ভাইরাস সহ সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া করুন।
♦ঘরে থাকুন,ঘরে থাকুন,ঘরে থাকুন।
♦ঘরের বাহিরে বের হলে মাস্ক পড়ুন।
♦সরকার ও WHO এর স্বাস্থ্যবিধি মেনে চলুন।
♦স্বাস্থ্য বিষয়ক পরামর্শ করতে আইইডিসিআর,উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী হট নাম্বারে যোগাযোগ করুন অথবা মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের মেডিকেল টিমের সাথেও যোগাযোগ করুন।
মহান আল্লাহ পাক যেন,পবিত্র রমজান মাসের উসিলায় সকলকে হেফাজত করেন এবং সকল গুনাহ মাফ করেন,আমিন।
পরিশেষে বলতে চাই-সবাই ভাল থাকুন,সুস্হ থাকুন-আল্লাহ হাফেজ।
শুভেচ্ছান্তে ও অনুরোধক্রমে-
ডা.এম.এ.মান্নান
ম্যানেজিং ডিরেক্টর
মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র,নাগরপুর।
০১৭২১৪০৬৭২০