আব্দুর রাজ্জাকঃ বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আজ বুধবার থেকে একমাস ব্যাপী সিয়াম সাধনা শুরু হলো।গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেছেন।
ইসলামী বিধান অনুযায়ী রমজানের চাঁদ দেখা যাওয়া কারণে মঙ্গলবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবে ধর্মপ্রাণ মুসলিমরা। বুধবার হবে প্রথম রোজা। এদিকে মঙ্গলবার রাতের এশার নামাজের পর সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা তারাবির নামাজ আদায় করেছেন।মুসলমানদের মহোৎসবের রমজান শুরু হয়েছে।