চৌগাছায় চলছে কড়াকড়ি লকডাউন

লকডাউন এরমধ্যে বাজার জনশূন্য
আকরামুল ইসলাম,চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশের মতো যশোরের চৌগাছাতেও আজ বুধবার ভোর থেকে কড়াকড়ি ভাবে লকডাউন চলছে। লোকজনের ঘরে থাকা নিশ্চিত করতে রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাফী বিন কবির এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় অলি গলি সব ফাকা। গুরুত্বপূর্ণ মোড়ে এবং শহর ব্যাপী পুলিশের টহল চলছে। রাস্তায় কাউকে দেখা গেলে তাকে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। যারা জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের দ্রুত ঘরে ফেরার তাগিদ দেওয়া হচ্ছে। ঘরে থাকা নিশ্চিত করতে পুলিশ সবাই কে বাড়িতে অবস্থান করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। যশোর স্ট্যান্ড, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ভাষ্কর্য মোড়েও দেখা গেছে সুনসান নিরবতা। দুই একটা ওষুধ, ফলের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকতে দেখা গেলেও দেখা যায়নি কোন ক্রেতার উপস্থিতি। অন্যান্য আর সব দোকান বন্ধ থাকতে দেখা গেছে। লকডাউন কার্যকর করতে পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) এর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক তদারকি করতে রাস্তায় নামেন। তিনি বলেন,"লকডাউন কার্যকর করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টিম কাজ করছে। জরুরি প্রয়োজনীয় গাড়ি এবং লকডাউনের আওতার বাইরে রয়েছে—এমন যানবাহন ছাড়া অন্য যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। করোনা সংকট মোকাবেলায় লকডাউন কার্যকর করতে আমরা সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ