কয়রা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে ইফতার, তারাবি, সেহেরি ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চায় কয়রাবাসী। এ লক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি- এর সুদৃষ্টি কামনা করেছেন।
জানা গেছে, মাহে রমযানের চাঁদ দেখা গেছে ১৩ এপ্রিল। সে হিসাবে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের গণনা শুরু (রোজার প্রথম দিন) হবে ১৪ এপ্রিল। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের গুরুত্ব অপরিসীম।
এই রমজানে লোডশেডিংয়ে রোজাদারদের দারুণ কষ্ট পোহাতে হতে পারে এমনটি মনে করছেন কয়রার জনসাধারণ। বর্তমানে ১৩ এপ্রিল প্রথম তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে কয়রাবাসীর । এ কারণে গ্রাহকেরা পরিপূর্ণ সন্তুষ্ট নয়।