মেহেরপুরে মেডিকেল হলে দিনে দুপুরে চুরি

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে মিলন মেডিকেল হলে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মিলনের দোকান থেকে প্রায় ২ লক্ষ নগদ টাকা  চুরি হয়েছে বলে জানা যায়। মিলন বারাদী গ্রামের ইসলামের ছেলে।

মিলন জানান আজ দুপুরে এ চুরির ঘটনা ঘটে। তিনি বলেন আমি দোকান  খোলা রেখে এস্তেনজা এর জন্য মসজিদের ভিতরে যায়,পরে  দোকানের ভিতরে এসে দেখি ডয়ার এর লকার ভাংগা। দেখি সেখান থেকে টাকা গুলো  চুরি করে নিয়ে গেছে কিন্তু মোবাইল গুলো  রেখে গেছে।
মিলন আরও জানান, আমি ইস্তেনজা করতে পাসের একটি মসজিদে  যাওয়ার  আগে আমার দোকানের সামনের চা এর দোকানে অচেনা ৩ জন লোক বসে ছিল,আমি আমার বাবা সহ গ্রামের অনেকেই দেখে,কিন্তু আমি ইস্তেনজা করে ফিরে আসার পর আর তাদের দেখতে পায়নি। তাদেরকে প্রায় দিনই বসে থাকতে দেখা যায়। এ  বিষয়ে মিলন বারাদী কাম্প এ একটি  জিডি করেন।বারাদী কাম্প এস আই আব্বাস আলি ঘটনা স্তান পরিদর্শন করেন এবং বলেন তদন্ত করে বেবস্তা নেওয়া  হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ