হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ৭টি কারখানাকে ১লাখ ১০হাজার টাকা জরিমানা

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও বিক্রির দায়ে ৭টি সেমাই কারখানাকে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে খট্টামাধবপাড়া ইউনিয়নের স্টেশন ডাঙ্গাপাড়া ও চন্ডিপুর এলাকায় পুলিশ ও বিএসটিআইয়ের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় এসব কারখানায় উৎপাদিত সেমাইগুলো ধ্বংস করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি। এসময় প্রত্যেকটি কারখানাতেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সেগুলো বাজারজাত করছে। কিন্তু তাদের কাহারোই এ সংক্রান্ত কোন অনুমোদন ছিলনা। একারনে ৭টি সেমাই কারখানাকে ১লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমান আদালতের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ