মায়ের জন্য পেয়েছি আমি
মিষ্টি মধুর ভাষা,
মায়ের জন্য মিলে গেছে
আমার যত আশা।
মায়ের জন্য পেয়েছি আমি
সোনার বাংলাদেশ,
প্রাকৃতির ঐ রূপটা দেখে
হয় না দেখা শেষ।
মায়ের জন্য পেয়েছি আমি
সুন্দর একটি জীবন,
মায়ের জন্য হয়ে গেছে
আমার যত ধন।
মায়ের জন্য পেয়েছি আমি
জীবনভর সুখ
তাই তো আমার বুকের মাঝে
নেই যে কোনো দুখ।