গোপালগঞ্জে জম্ম যার
টুঙ্গিপাড়া গ্রামে,
এই বিশ্ব চিনে যাকে
বঙ্গবন্ধু নামে ।
শেখ বংশে জন্ম যার
মুসলিম পরিবারে,
উন্নিশ শত বিশ সালে
সতেরো মার্চ রবিবারে ।
স্বাধীনতার শেষ্ঠ নায়ক
সংগ্রামী মহান নেতা,
জয়-বিজয়ের উৎস যিনি
বাংলা জাতির পিতা।
তিনি এই বাংলার কিংবদন্তি
শেখ মুজিবুর রহমান,
বাঙালি জাতির মাঝেই তিনি
চিরস্থায়ী মহান ।