আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃকোভিট-১৯ এর সংক্রমন হতে রক্ষা পেতে, করোনার দ্বিতীয় ডোজ সম্পন্ন করলেন কবি গাজী শাজাহান সিরাজ। শনিবার (৮ মে) তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে এই টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহণের পর দৈনিক পত্রদূত পত্রিকার সাহিত্য সম্পাদক সাতক্ষীরা'র এই বিশিষ্ট কবি গাজী শাজাহান সিরাজ সকলের উদ্দেশ্যে বলেন, সবাই নিরদ্বিধায় করোনা ভাইরাস এর টিকা গ্রহণ করুণ এবং সুস্থ থাকুন।