আমাদের পুবের পুকুরে পানিতে ভরে গেছে
পুকুর ধারে লেবুর গাছটা ঢলে পড়েছে
আর আমি দাঁড়িয়ে ছিলাম আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টিতে।
বৃষ্টিতে ভেজা চুলে নিরুপমা
আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে,
আমার বদন খানি তার সহ্য হয়না।
খোকনের আজ থেকে ছুটি,
মনে হয় ওর ছোট্ট হাতে চেপে ধরে দিলাম আমার ক্ষুদ্র জ্ঞান
রসালো পিতা আর শিক্ষা।
আমি বললাম আমি তোমাকে ভালোবাসি খোকন।
