যশোরে নতুন আরও ৩৬জন করোনায় আক্রান্ত

সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে নতুন আরও ৩৬জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২২জনই যশোর শহর ও শহরতলীর বাসিন্দা। অন্যদের মধ্যে অভয়নগরে ৫জন, শার্শায় ৩জন ও ঝিকরগাছা, চৌগাছা ও কেশবপুর উপজেলায় দু'জন করে বাসিন্দা রয়েছেন। নতুন ৩৬জনসহ জেলায় মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭শ'৬১জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩শ'৫০জন। মৃত্যু হয়েছে ৭৭ জনের। হাসপাতালে ৩৯জন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন দু'শ' ৯৫জন।

সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি বলেন গনমাধ্যমে বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের আরটি-পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার একশ' ৬৮টি নমুনা পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে। এর মধ্যে ২৬জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ২০জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৫জন, কেশবপুরে ৪জনের মধ্যে দু'জন ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনের মধ্যে ৩ করোনা পজিটিভ এসেছে। খুলনা মেডিকেল কলেজের ল্যাব থেকে আসা ৭টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। প্রত্যেকটি নেগেটিভ। নতুন শনাক্ত হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসহ পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবস্থা নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ