আশাশুনি থানায় হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনিতে মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে লিভার ব্রাদার্স কোম্পানি আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর হাতে এ ৩ কাটুর্ন স্যানিটাইজার হস্তান্তর করেন। এসময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দূর দূরান্ত থেকে থানায় সেবা নিতে আসা লোকজনদের এই স্যানিটাইজার দেওয়া হবে। এছাড়া তিনি আরও সবাইকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরিধান করেন ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন। এসময় এসআই সেলিম সহ থানার অফিসার বৃন্দ, ইউপি সদস্য মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ