এই শহরটা ঠিক যেন আগের মতো রয়েছে।
শুধু শহরটার কিছু ' গল্প বদলে গেছে ।
নিলক্ষা নীল আকাশ
মেঘে ভরা কালো আাবাশ।
সারি সারি অট্টালিকা
স্মৃতি হয়ে আছে ক্ষুদ্র কটরিতে।
এই শহরটা আগের মতো অগোছালো
শুধু বদলিয়েছে কিছু মানুষ গুলো।
কেউ অহংকারে
কেউ অবহেলায়।
কেউ বা জয়ে
কেউ বা পরাজয়ে।
এই শহরটা অনেক কিছু শিখিয়েছে
ক্ষুধার্ত পেট
খালি পকেট।
কি ভয়ংকর এই শহরের একাকীত্ব
কি নির্মম এই শহরের বাস্তবতা
কি বেদনাময় এই শহরের বিশ্বাসহীনতা।