পাটয়ার যুবসংহতির দক্ষিণ জেলার ইফতার মাহফিলে- তপন চক্রবর্তী

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-জাতীয় পার্টি'র কেন্দ্রীয় নেতা ও নগর জাপা'র সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী বলেছেন, ৯ বছরের সফল রাষ্ট্রপতি জাপার চেয়ারম্যান প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে সারা দেশে য়ে উন্নয়নের জোয়ার সূচনা হয়েছিল। আগামীতে তার উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করতে হলে জাপার চেয়ারম্যান জিএম কাদের  এর নেতৃত্বে জাতীয় পার্টিকে আরোও বেশি শক্তিশালী করতে হবে। তার পাশাপাশি  দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তপন চক্রবর্তী আরোও বলেন, জাতীয় একমাএ দল দেশের গনতন্ত্র সুশাসন নিশ্চিত করে ছিল। খাদ্য উৎপাদন দ্রুব্য মুল্য সাধারণ মানুষের ক্ষয় ক্ষমতার মধ্যে ছিল। এখন সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী সিন্ডিকেট লুটপাট করে খাচ্ছে আর  জনগণের অভিযোগ প্রতিদিন শুনতে হয় রাজনৈতিক দলের নেতাদের ।এইসব পরিস্থিতি উত্তরনে জন্য জাতীয় পার্টি প্রতিষ্টাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি হাতকে শক্তিশালী করার মাধ্যমে জাতীয় পার্টি কে ক্ষমতায় আনতে হবে।তিনি ১১ মে মঙ্গলবার পটিয়াস্থ একটি রেস্তারায় জাতীয় যুবসংহতি'র দক্ষিণ জেলার ইফতার মাহফিলে প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন।দক্ষিণ জেলা যুবসংহতি'র আহবায়ক মো: দিদারুল আলমের সভাপতিত্বে ও রাজীব চৌধুরী রাজু'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা জাপা আহবায়ক হাজী আবদুস সত্তার, পটিয়া উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি রমজান মুন্সি, আবদুল সত্তার, জেলা কৃষক পাটি আহবায়ক মাহবুবুর রহমান, সেলিম চৌধুরী, নগর জাপা সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পটিয়া উপজেলা যুবসংহতি সভাপতি ডাঃ খোরশেদ আলম, নগর ছাত্রসমাজ সদস্য সচিব শহিদ মল্লা নিরব, নাজিম উদ্দিন মজুমদার, আনোয়ার হোসেন মনজু, আমিন ফারুকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ