মেহেরপুরে রবি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের অন্যতম টেলিকম কোম্পানি রবি'র ব্যাতিক্রমধর্মী এক আয়োজন হলো মেহেরপুরে। গত সোমবার ১০ মে সদর উপজেলার ঝাউবাড়ীয়া গ্রামে অবস্থিত "ঝাউবাড়ীয়া দারুল উলুম এতিমখানা ও কাওমী মাদ্রাসা" ৫০ জন এতিম ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। 

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন  রবির এরিয়া ম্যানেজার সুমন আকন্দ, রবি মেহেরপুর সদর উপজেলার ডিস্ট্রিবিউটর জনাব শাহনেওয়াজ আজিম রুপম সহ আরো অনেকে। ব্যতিক্রমধর্মী এই আয়োজনের বিষয়ে জানতে চাইলে রবির এরিয়া ম্যানেজার জনাব সুমন আকন্দ বলেন, রবি সব সময় পরিবর্তনে বিশ্বাসী এবং জনহিতকর অনেক কাজের সাথেই রবি সবসময় থাকে। বিশিষ্ট জনেরা এধরনের আরো অনেক সমাজসেবা মূলক আয়োজন দেশের বড় প্রতিষ্ঠানগুলোর কাছে থেকে নিয়মিত হবার আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ