![]() |
প্রতীকী চিত্র, উৎস : ইন্টারনেট |
কয়েক বছর আগে রাস্তাটা তৈরি হয়েছে। পিচঢালা। রাস্তাটা বেশ উচু দুপাশে আবাদী জমি। দুপাশে শিশু মেহগনি মাথা উচু করে দাড়িয়েছে। বেশ ছায়া ঢাকা রাজপথ।
আজ যদি এ রাস্তা দিয়ে আপনি পায়ে হেটে অথবা বাইকে চড়ে যেতে চান অনেক দুর্ভোগ আপনার কপালে। পানি কাদায় যে আপনি গড়াগড়ি যাবেন না এমনটা ভাবা আপনার উচিৎ হবে না।
রাজপথ আজ আর রাজপথ নেই। রাজপথের উচ্চতা আগের মতই আছে। রাস্তার দুপাশের গাছ গুলো আর তেমন নেই। কে বা কারা যেন কয়েকটা গাছের শিকড়ও উপড়ে নিয়ে গেছে।
রাস্তার দুপাশে গড়ে উঠেছে বা এখনও উঠছে সুদৃশ্য অট্টালিকা, একেবারে রাস্তার গা ঘেসে। কোন কোন জায়গায় রাস্তার জমিও অট্টালিকা কবজা করে নিয়েছে। রাজপথ সরকারি, তাই দখল নিতে একটুও বাধেনি।
রাস্তার চেয়ে অট্টালিকা গুলোর প্রথম তলার ভিত অনেক উচু। রাস্তা এখন দুপাশের বাড়ি গুলোর পানি নিষ্কাশনের নালা।বাড়ি গুলোর পানি রাস্তাতে জমা হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে নৌকা চালানো যায়। আমাদের নগর পরিকল্পনাবিদেরা এসব দেখেও দেখেন না।
গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক (অবঃ)