চৌগাছায় ৮ দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছায় দীঘলসিংহা  যুবসমাজের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করা হয়। 
রবিবার সকাল সাড়ে ৯ টায় চৌগাছা সদর ইউনিয়নের দীঘলসিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন দীঘলসিংহা গ্রামের পাড়াভিত্তিক ৮টি দল। গ্রামবাংলার জনপ্রিয়  এই খেলা দেখতে ভিড় জমায় ছোট থেকে বৃদ্ধরা। 

সাবেক বিজিবি সদস্য  আসলাম হোসেন ময়নার সার্বিক তত্ত্বাবধানে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিহাদ হোসেন, দীঘলসিংহা গ্রামের বয়োবৃদ্ধ  মোঃ মুনসুর আলী, ইমদাদুল হক, মুরাদ আলী, আক্কাস আলী, মন্টু সর্দার প্রমুখ। ম্যাচ পরিচালনায় ছিলেন পিন্টু সর্দার, রিয়াদ আহমেদ এবং নিশান সরদার। 
প্রথম  রাউন্ডে মাঝ পাড়া দল কমিটি দল কে ৪-১ ব্যবধানে পরাজিত করে।

খেলার আয়োজক দীঘলসিংহা যুবসমাজের সমন্বয়ক জিহাদ হোসেন  বলেন, গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য খেলা হাডুডু। খেলাটি  আমাদের দেশের জাতীয় খেলা হলেও এখন অনেকটাই কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এ খেলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে প্রতি বছরই আমরা কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করে থাকি। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ