পটিয়ায় প্রয়াত নির্মাণ শ্রমিক নেতা সাইফুলে স্বরণ সভায়-বদিউল আলম

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ; চট্টগ্রামের 
পটিয়া পৌরসভা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হাসান এর ১ম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় গতকাল  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহ্ আলম।বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্মাণ শ্রমিক লীগের অর্থ-সম্পাদক নুর মোহাম্মদ মাঝি, প্রচার সম্পাদক মফিজুর রহমান, নির্মাণ শ্রমিকলীগ নেতা আলী আজগর কন্টাক্টর, ইসমাইল কন্টাক্টর, আলমগীর মাঝি, কেন্দ্রীয় দেশরত্ন পরিষদের সাবেক সভাপতি মোঃ নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, যুবলীগ নেতা মোঃ হারুন, সাইফুদ্দীন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম জুয়েল, ছোটন আর্চায্য, পরিবারের সদস্যদের মধ্যে ভাই আবুল হাসান ও মোঃ মহসিন, ছেলে মোঃ রাকিব সহ নেতৃবৃন্দ। প্রধান অতিথি যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, সাইফুল হাসান বঙ্গবন্ধু আদর্শের সৈনিক ছিলেন তিনি ছিলেন শ্রমিক দরদী। বর্তমান সরকার রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব  শ্রমিকদের অগ্রঅধিকার দিয়ে সরকার নিরলস কাজ করে যাচ্ছে আগামীতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এর  পাশাপাশি পটিয়ার রাজনীতি ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে সকলকে সজাগ থাকার আহবান জানান।  

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ