পাশাপোল ইউনিয়ন ছাত্র লীগ নেতা সবুজের উদ্যোগে ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তিঃ  করোনার এই মহাসংকটে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেনের এর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ যশোর চৌগাছা, ২ নং পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সবুজ হোসেনের  এর পক্ষ থেকে চৌগাছা পাশাপোল ইউনিয়ন বুড়িন্দিয়া হাফেজি  মাদ্রাসায় হাফেজদের মাঝে , ইফতার ও  খাবার বিতরণ।

যশোর চৌগাছা ২ নং পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সবুজ হোসেন হাফেজি মাদ্রাসা ছাত্রদের মাঝে ইফতার বিতারন  ও হাফেজদের সাথে ইফতার করেন করেন।

 পাশাপোল ইউনিয়ন বুড়িন্দিয়া হাফেজি মাদ্রাসা ও ছাত্রদের হাতে ইফতার তুলে দেন এ সময় উপস্হিতি ছিলো বুড়িন্দিয়া হাফেজি মাদ্রাসা সভাপতি মুক্তিযুদ্ধা মাস্টার মোঃ আমিরুল ইসলাম,  দশপাখিয়া মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মোঃ ওয়াজ্জেদ আলী,  পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মোঃ মতলেব হোসেন, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জিল্লুর রহমান, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মফিজুর রহমান, রঘুনাথপুর দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, বুড়িন্দিয়া ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম ছাত্রনেতা  মোঃ হাসিবুল হাসান শান্ত হোসেন,ছাত্রনেতা মোঃ মাহামুদুল হাসান, ছাত্রনেতা মোঃ হৃদায়, ছাত্রনেতা মোঃ নাহিদ হোসেন,  সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ