কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

 আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় পুকুরের পাড় ধ্বসে গিয়ে পানিতে পড়ে  ক্ষিতিশ চন্দ্র (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।  ঘটনাটি ঘটেছে  শনিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউপি'র মেলাবর গাজারিয়া গ্রামের শ্মশান ঘাট নামক স্থানে ।  তিনি ওই গ্রামের মৃত্যু বিপিন চন্দ্রের ছেলে।নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, নিহত ক্ষিতীশ চন্দ্র বাড়ির পার্শ্ববর্তী কৃষক কৃপা মাস্টারের জমিতে গরুর দিয়ে হালচাষ শেষে বাড়ির পার্শ্ববর্তী শ্মশান ঘাটের সদ্য খননকৃত পুকুরে গোসল করতে যান।  এ সময় পুকুরের পাড় ধ্বসে গিয়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুকুরের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল  আউয়াল পুকুরের পানিতে ডুবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ