সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

 
মো. মিজানুর রহমান মিজান, চিবিরবন্দর,  দিনাজপুর প্রতিনিধিঃ সেশন জট কমাতে, বন্ধের কারণে শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে পড়ার হাত হতে রক্ষা করতে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারন শিক্ষার্থীরা।

গতকাল সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখ ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ মানববন্ধন করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, স্থগিত পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরো বেশ কিছু দাবি তুলে ধরেন।মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মাধ্যম করে বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বরাবর একটি স্মারক লিপি প্রদান করবে শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ করা। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া। অতিদ্রুত প্রত্যোক শিক্ষার্থীকে করোনা ভ্যাক্সিনের আওতায় আনা। সেশনজটের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে যখন সবকিছুই স্বাভাবিকভাবে চলছে, তখন করোনার অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন বন্ধ রাখা হচ্ছে। দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ছেন, সেশন জট তৈরি হচ্ছে।
তারা আরও  বলেন, আজ আমরা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে রাস্তায় মানববন্ধন করছি। এখন আমাদের ভবিষ্যৎ জীবন অনিশ্চয়াতে পড়ে গেছে। শিক্ষার্থীদের বড় অংশই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। শিক্ষাজীবন শেষে পরিবারের হাল ধরতে হয়। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সাধারণ শিক্ষার্থীদের দুর্দশা চরমে পৌঁছেছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিপ্রবি'র ফুড এ- প্রসেসিং অনুষদের শিক্ষার্থী জুলকিফল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের শফিকুল আযম অপু, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের সাইফুদ্দিন সিদ্দিকী, ডিভিএম অনুষদের রিয়াজুল হাসান রিয়াজ, কৌশিক সরকার, ফাইন্যান্স অনুষদের আবদুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ