কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে গাজা,ফেন্সিডিল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করেছে দৌলতপুর থানাধীন টেকালা পুলিশ ক্যাম্প।
জানা যায়, আজ ২৯-০৫-২১ (শনিবার) সকাল ৮ টায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীনের নির্দেশে মথুরাপুর দর্গাপাড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে টেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে আসামী ১। মেহেদী হাসান ( ৩৮) আসামী ২। মাসুদ (২৮) পিতাঃ মৃত নিলু মন্ডল (নজরুল) মথুরাপুর শেখপাড়া কে ধাওয়া করলে আসামী মেহেদী হাসান ও তার ছোট ভাই মাসদ ৪ কেজি গাঁজা, ৪০ বোতল ফেন্সিডিল সহ ১ টি টিভিএস ১৬০ সিসি এ্যাপাসি ফোরভি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে পুলিশ সেগুলো উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম সাংবাদিকদের জানান,আসামী মেহেদী হাসান ও তার ছোট ভাইকে আটক করতে না পারলেও সেখান থেকে ৪ কেজি গাঁজা ৪০ বোতল ফেন্সিডিল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে দৌলতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা দয়ের করা হয়েছে। মামলা নং ৫৫ তারিখ ২৯-০৫-২০২১।