পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধিঃ-পটিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্বা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যুবনেতা আলমগীর আলম। তিনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন মানবজাতির কল্যানের জন্য রমজান শেষে ঈদ প্রতি বছরই উদযাপন হয়। এ ঈদকে ঘিরে নানান মানুষ নানান ভাবে ঈদ উদযাপন করেন। এবারের ঈদটা একটু ব্যাতিক্রম সারা পৃথিবী আজ এক মহামারী পরিস্থিতির মুখোমুখি করোনা ভাইরাস সংক্রমণের ঝুকি নিয়ে জীবন যাপন করছেন।তবুও জীবিকা এবং নাড়ির টানে মানুষ ছুটছে দেশের এক প্রান্ত হতে অন্য পান্তে।দেশে চলমান লকডাউন ও সব কিছুই যেন এক ভীতিময় পরিস্থিতি তৈরী হয়েছে। এ পরিস্থিতিতে সকলকে ঘরে থেকে ঈদ উদযাপন ও সকল বিধি মেনে চলাচল করার আহবান জানিয়ে পটিয়াবাসী ও দেশের সকল ধর্ম প্রান মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)