মোহাঃ ফরহাদ হেসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য গতকাল ২২ মে কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন ও কয়রা ডায়াবেটিস সেন্টারের আয়োজনে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত চলমান এ ফ্রী মেডিকেল ক্যাম্প কর্মসূচীতে দক্ষিন বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম কবি শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহা. শহীদ উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার নাজমুস সালেহ রাব্বী, ডাক্তার মাহমুদুল হাসান, ডাক্তার জাহিদুল বাশার ও ডাক্তার ফরহাদ হোসেন। এ সময় সার্বক্ষনিক উপস্থিত থেকে সহযোগিতা করেন শিক্ষক মশিউর রহমান মিলন, ধীরাজ রায়, পবিত্র মন্ডল ও ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেতৃ সোনালী আখতার। মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীদের ফ্রী চিকিৎসা সেবা সহ ফ্রী ঔষধ প্রদান করা হয়। ফ্রী মেডিকেল ক্যাম্পের ব্যাপারে সম্মানিত অতিথি ডাক্তার মোহা. শহীদ উল্লাহ বলেন, 'উপকূলীয় অঞ্চলের আইলা ও আম্ফানে ক্ষতিগ্রস্থ মানুষেরা ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন ধরনের পানি ও বায়ূ বাহিত রোগে আক্রান্ত, যারা সুচিকিৎসা পায়না। এসব চিকিৎসা বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের এ উদ্যোগ। এ ব্যাপারে প্রধান অতিথি অনিমেষ বিশ্বাস বলেন, 'আম্ফান কবলিত কয়রা উপজেলার দূরবর্তী ইউনিয়ন দক্ষিন বেদকাশির মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য এধরনের ফ্রী মেডিকেল ক্যাম্প খুবই তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে চিকিৎসা সেবা সাধারন মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়া যায়। এ ধরনের মেডিকেল ক্যাম্প প্রতিমাসে যাতে ১ টি হয়, এজন্য আয়োজক কমিটির নিকট অনুরোধ রাখছি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)