আশাশুনিতে ঘুর্নিঝড় যশ মোকাবেলায় জুম এর মাধ্যমে প্রস্তুতিমূলক সভা

আহসান উল্লাহ বাবলু  আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃ আশাশুনি উপজেলায় ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় জুম এর মাধ্যমে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ জুম এর মাধ্যমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান এর সঞ্চালনায় এ সময় জুম মিটিং এ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠন। 

এসময় ঘুর্নিঝড় যশ মোকাবেলায় উপকূলবর্তী আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সাইক্লোন সেন্টার সহ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা আশাশুনি সদর,প্রতাপনগর,শ্রীউলা,আনুলিয়া,খাজরা,বড়দল ও বুধহাটা ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ নিয়ে ইউপি চেয়ারম্যান বৃন্দ সংস্কার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

জুম মিটিং এর মাধ্যমে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ও আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সকল জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থেকে জানমাল রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ