প্রেস বিজ্ঞপ্তিঃ আমার বাংলাদেশ ফাউন্ডেশন' এর উদ্যোগে- উক্ত ইউনিটের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ক টিম লিডার সুক্লেশ বর্মন (শুভ) এর দিকনির্দেশনায় আজ শনিবার (০৮/০৫/২০২১) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত "ফ্রি মাক্স বিতরণ কর্মসূচি" সফলভাবে সম্পূর্ন করা হয়। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় 'ফ্রি মাক্স বিতরণ' করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন:- উক্ত ইউনিটের
ক্যাপ্টেন সকল টিম লিডার (প্রবাল মিয়া),আদর্শ সমাজ বিনির্মাণ ও সুনাগরিক গঠন টিম লিডার (দশরত বর্মন),পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম টিম লিডার ( অমির সরকার),খাদ্য ও হত দরিদ্র উন্নয়ন টিম লিডার ( সাকিল আহামেদ),শিক্ষা ও দক্ষতা উন্নয়ন টিম লিডার ( মোঃ আব্দুল বাসিত),সামাজিক উন্নয়ন টিম লিডার ( বাদল হাসান)।