সাংবাদিক রোজিনা ইসলাম কে নির্যাতন, মিথ্যা মামলা, মুক্তির দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন কালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর মানসিক ও শারীরিক নির্যাতন এবং মিথ্যা মামলা  দেওয়ার প্রতিবাদে এবং নিঃস্বার্থ মুক্তির দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  
বুধবার (১৯ মে) বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  হেলাল আহমেদ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক দিলীপ গৌর এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ সরকার, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ  ইসমাইল হোসেন, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল  ইসলাম, প্রেসক্লাবের কার্যকারী সদস্য নুরুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস সরকার, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, প্রথম আলোর জেলা প্রতিনিধি আরিফুল গণি লিমন, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মোঃ মাসুদ পারভেজ, কার্যকারী সদস্য মোঃ আয়ুব আলী, সিরাজগঞ্জ এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক রিফাত রহমান ও চিফ রিপোর্টার খালিদ হৃদয় প্রমূখ। 
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

একইসঙ্গে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে শুধু মানববন্ধন নয় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ