![]() |
নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি মাশরাফি |
মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের ২ আসনের মানবিক মাননীয় সংসদ সদস্য সাবেক টাইগার,অধিনায়ক, মাশরাফী বিন মোর্ত্তজা নদী ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন।আজ সোমবার (১৭ মে) নড়াইলের লোহাগড়া উপজেলায় নদী ভাঙ্গন কবলিত ইতনা এলাকায় পরিদর্শনে যান জনগনের এমপি মাশরাফি।
ঈদের ২দিন পরই আজ সকালে ঢাকা থেকে নড়াইলে আসেন মাশরাফী।সরেজমিন নিজ এলাকার ভাঙন পরিস্থিতি,ও ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেয়ার মধ্য দিয়ে এমপি মাশরাফীর নিরন্তর ছুটে চলার যাত্রা শুরু হয়। তিনি মধুমতী পাড়ের ভাঙ্গনপীড়িতদের দুর্দশা দেখতে সকালে ইতনা এলাকায় পৌঁছান। মাশরাফীর আগমনে সমবেত জনতার শারীরিক দূরত্ব নিশ্চিতে সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদেরও যথেষ্ট বেগ পেতে হয়।
এসময় মাশরাফি নিজেই ক্ষতিগ্রস্ত লোকদের কাছে যেয়ে কথা বলেন,ও তাদের খোঁজ খবর নেন। প্রাণের মানুষকে কাছে পেয়ে নিজেদের দুর্দশার কথা জানাতে গিয়ে এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। মাশরাফী সহায় সম্বলহারা মানুষের কথা শোনেন, তাদের সকল ধরনের সুবিধা অসুবিধায় পাশে থাকার আশ্বাস দেন।
নড়াইলে এসে নড়াইলের জনগণের দ্বারে দ্বারে যেয়ে সুখ-দুঃখের কথা শুনছেন এবং দেখাচ্ছেন আগামী দিনে সম্ভাবনার স্বপ্ন।আজ সকাল থেকে সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার এ যাত্রার সঙ্গী ছিলেন। নড়াইল ও লোহাগড়ার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।