সোহেল রানা, কালিগঞ্জ লালমনিরহাট প্রতিনিধিঃ “রক্তই হোক আত্নার বাঁধন” এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে "সেবানীড় - অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন"।আজ (২৯ই মে) শনিবার গাগলারপাড় উচ্চ বিদ্যালয়ে(সেবানীড়) সংগঠনটি এই ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে। উক্ত কর্মসূচিতে প্রায় ৩০০জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।
"সেবানীড় - অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন" ২০২০ সালে সংগঠিত হয়ে লালমনিরহাটে সীমাবদ্ধ থাকলেও এখন কুড়িগ্রাম, নীলফামারি ও রংপুরসহ দেশের ৩৮টি জেলায় বিস্তার লাভ করছে।