মোঃ আওলাদ হোসেন,জেলা প্রতিনিধি, ভোলাঃ করোনা জনসচেতনতা মাইকিং ও খেটে খাওয়া হাজারো মাস্কবিহীন মানুষকে মাস্ক সরবরাহ করে মাস্ক পড়ার অভ্যাস তৈরীর চেষ্টা করছে বিডিএফআই।
করোনা ২য় ঢেউতে ও বসে নাই সামাজিক সংগঠন বিডিএফআই। ০১/০৪/২০২১ জেলা প্রশাসক ভোলা, সিভিল সার্জন ভোলা ও বিডিএফআই এর স্বেচ্ছা সেবকদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন বিডিএফআই এর সিনিয়র নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মহোদয় সচেতনতামূলক প্রচারণা এবং সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরনের জন্য বিডিএফআই এর সাথে ০১/০৪/২১ তারিখে কথা বলেন এবং ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদর সিআইপি কে ফোনে সেবামুলক কাজটি বিগত দিনের ন্যয় চালিয়ে যেতে অনুরোধ করেন।
অদ্য ০৭/০৫/২১ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় বিডিএফআই এর স্বেচ্ছা সেবকদের মাধ্যমে সচেতনতামূলক মাইকিং এবং মাস্কবিহীন হাজারো মানুষের মুখে মাস্ক পড়িয়ে কার্যক্রম শুরু করে বিডিএফআই।ভোলা ব্যাপী উক্ত সেবামুলক কাজগুলো চলমান থাকবে।যাবে প্রতিটি থানায় প্রতিটি গ্রামে।
বিগত দিনের ন্যায় বিডিএফআই এর করোনাকালীন সেবামুলক কাজগুলো বাস্তবায়নে সহায়তা দিয়ে যাচ্ছেন বিডিএফআই এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদর সিআইপি এবং বিবিএস ক্যাবলস। ভোলাবাসী পক্ষ থেকে সেবামুলক কাজে এগিয়ে আসার জন্য ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদর কে ধন্যবাদ জানাই।