আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলার আশাশুনিতে অ-সংক্রামক রোগ ব্যাধি (এনসিডি) বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।
মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহনে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলম ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ দিপন বিশ্বাস। সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন এর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় অ-সংক্রামক রোগ ব্যাধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।