মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইলঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে দুই গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ওমর মোল্ল্যা সমর্থিত গ্রুফ ও এনায়েত লস্করের সমর্থিত গ্রুপের হচ্ছে একের পর এক মারামারি ও কুপা কুপি।
এ ঘটনায় পার্শ্ববর্তী উলা গ্রামের এক মো:আলমগীর মোল্ল্যা হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। হামলার শিকার আলমগীর মোল্ল্যা, উলা দক্ষিণপাড়া গ্রামের মো:দেলবার মোল্ল্যার ছেলে, সরেজমিনে গিয়ে আলমগীর মোল্ল্যার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, এবং মামলার এজাহার সূত্রে জানা যায়,পাশের গ্রাম বয়রাতে অনেক দিন যাবত ধরে ওমর মোল্ল্যা,ও এনায়েত লস্কর গ্রুফের লোকের সাথে মারামারি কোপা কুপি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছে।
এই ঘটনার ভিতর গত ১/৫/২০২১ তারিখ:শনিবারে গ্রামের উত্তরপাড়া মশিয়ার শেখ,এর বাড়িতে আমার ইফতারের দাওয়াত ছিল, আমি ওইদিন বিকাল আনুমানিক ৫ টা ৩০ মিনিটের দিকে মশিয়ারদের বাড়িতে ইফতার খুলতে যাওয়ার জন্য যায়,
তখন ইফতারের একটু সময় হাতে থাকায় মশিয়রের বাড়ির পঁশ্চিম পাশে রাস্তা পার হয়ে মাঠের কন্নারে দাঁড়ালে পূর্ব থেকে উৎপেতে থাকা এনায়েত লস্করের সমর্থিত গ্রুপের এনায়েত লস্কার,মঙ্গল লস্কার,তফিজ লস্কার, অহিদ কাজী, নাহিদ কাজী,মাসুম কাজী, উজ্জ্বল কাজী,শোকর কাজী,মিল্লাত কাজী,সর্ব সাং বয়রা এছাড়াও হাসমত শেখ,আলম শেখ, মোস্তফা শেখ,আহাদ শেখ,মাহামুদ শেখ,মাহাবুর শেখ,মামুন শেখ,সাইফ শেখ,হান্নান শেখ,এনামুল মৃধা,আবু সাইদ,সবুজ কাজী,সর্ব সাং বয়রা,থানা:লোহাগড়া-জেলা:নড়াইল।এসময় আলমগীর বলেন অজ্ঞাত আরও ৪/থেকে ৫ জন লোক হঠাৎ করে আমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে,তখন এনায়েত লস্কার,ও মোস্তফা শেখ,এর হুকুমের সাথে সাথে রামদা,ছ্যানদা,লোহার রড,চাইনিছ কুরাল,ও বাঁশের লাঠি দিয়ে আমার উপরে আক্রমণ করে,এবং এলোপাতাড়িভাবে কোপাতে থাকে ও তাদের হাতে থাকা লোহার রড,বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে, এসময় চিক্কার করিলে মশিয়ার শেখ,ও তার স্ত্রী সহদুই তিনজন লোকঠেকাতে গেলে মশিয়ার শেখ কে মাজার উপরে একটা কোপ দেয়, ও তার স্ত্রীর মাথায় লাঠি দিয়ে বাড়ি দেয় ওই সন্ত্রাসী গ্রুপের লোক।
স্থানীয় লোকজন তখন আলমগীর মোল্ল্যা,ও মশিয়ার শেখ,কে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়,বয়রা গ্রামের দুই গ্রুফের মারামারির রেষারেষি নিয়ে উলা গ্রামের আলমগীর মোল্ল্যার উপরে এই অপ্রকৃত হামলা চালানো হয়েছে।এবিষয়ে ঘটনার মুল এনায়েত লস্কার,জেলহাজতে থাকায়,ও মোস্তফা শেখ, পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা যায় নাই।
এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন,ওই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে ও আসামি এনায়েত লস্কার,ও আহাদ শেখ,কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।