মোঃ আরিফুল ইসলাম অনিক জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃজয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের রোপন করা গাছ কাটার অপরাধে তিন জনকে আটক করেছে কালাই থানা পুলিশ।এ ঘটনায় উদয়পুর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্যা মোছাঃ কহিনুর আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করেন।
ধৃত আসামিরা হলেন,উপজেলার উদয়পুর ইউনিয়নের সারুঞ্জা গ্রামের মোঃ রবিউল ইসলাম যাদু(৪১), পিতা,মৃত আলতাফ হোসেন,মোঃরবিউল ইসলাম (২৭)পিতা মোঃ রফিকুল আকন্দ,মোঃ রুহুল আমিন, পিতা মোঃ মোসলেম উদ্দিন গ্রাম,টাকাহুত।
মামলার বিবরণ সুত্রে জানা যায়,গতকাল ৫ ই মে রাত আনুমানিক আড়াইটার দিকে মোসলেমগঞ্জ- তেলিহার সড়কের পাইকপাড়া এলাকায় সরকারি গাছ কেউ কেটে নিয়ে যাচ্ছিল।খবর পেয়ে ইউ পি সদস্য কহিনুর আক্তার বিষয় টি চেয়ারম্যান কে জানায়।চেয়ারম্যান বিষয় টি থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ তাতক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটার করাত এবং ভ্যান গাড়ি সহ তিন জনকে আটক করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান,খবর পেয়ে দ্রুত পুলিশ সেখানে উপস্থিত হয়ে তিন জনকে গ্রেফতার সহ মালামাল জব্দ করে থানায় আনা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে।