ছেলে আমার হয়েছে এখন মস্ত..... মস্ত বড়ো সাহেব
ছিলো আমার স্বপ্ন বড়ো, স্বপ্ন যে ডাক্তার
করবে সেবা জনমানুষের, ছিলো আমার ভরসা
মন বলেছিল ছুটবে না সে, ছুটবে না টাকার পিছু পিছু......
এখন খেলা দেখি- টাকারই সবকিছু ।
টাকার জন্য ছেলের বউ হয়েছে এখন মস্ত..... মস্ত মেম সাহেব
ছেলে থাকলে ভালোই জানে
দূরে গেলে আমার, ব্যাথা টানে......
মেম সাহেব, বাড়ি থেকে দেয় যে ঠেলে-
নাতি বলে, দাদুকে সাথে নিয়ে করবো আমি- করবো যে খেলা
মেম সাহেব বলে, আমি নাকি পাগলেরই মেলা.....
মেলা বলে ঠেলে দিলো- ছেলে আমার না থাকায়,এক বিকেলবেলা।
রচনাকাল :১২/৮/২০২০