সাংবাদিক নুর আলম সড়ক দূর্ঘটনায় আহত

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি  : আশাশুনি প্রেসক্লাবের সদস্য এম এম নুর আলমসহ দুইজন সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা শহরের সম্রাট প্লাজার সামনের মেইন সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অবসারপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব রিয়াজউদ্দীন মালীর ছেলে এম এম নুর আলম একই এলাকার আনারুল ইসলামে ছেলে শুক্রবার সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুর রহমানের মরদেহ দাফনের জন্য সাতক্ষীরা সদর থানায় অনুমতি নিতে গিয়েছিলেন। অনুমতি নিয়ে থানা থেকে সদর হাসপাতালে মরদেহ আনতে তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শহরের সম্রাট প্লাজার সামনে পৌছালে হঠাৎ একটি মোটরসাইকেল রাস্তা ক্রসিং করতে যায়। এসময় দুটো মোটর সাইকেলে সংঘর্ষ হয়ে সাংবাদিক নুর আলম বাম পা ও হাত সহ বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন। এছাড়াও তার মোটর সাইকেল এর পিছনে থাকা গোবিন্দপুর গ্রামের মৃত মোছেল উদ্দীন এর ছেলে আঃ আব্দুল  আজিজ ও আহত হন। পরে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা তাদের উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ