![]() |
কাষ্টদহ সেবা সংঘ (kSS)এর উদ্দোগে ঈদ সামগ্রী বিতরণ |
তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি:মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন কাষ্টদহ সেবা সঙ্ঘ (KSS) এর উদ্যোগে গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।আজ বুধবার সকালে গরিব ও অসহায়দের মাঝে এই উপহার বিত্তরণ করা হয়।
সেচ্ছাসেবী সংগঠণ এর পক্ষথেকে জানান আমরা এ বছর ৫০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। এর মধ্যে ছিল ১ কেজি ময়দা,১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি,১কেজি তেল, ১ প্যাকেট গুড়া দুধ এবং ১টি সাবান। প্রতি বছরের ন্যায় এ বছর ও ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। এতে করে তারা যেন সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। কাষ্টদহ সেবা সঙ্ঘ এর সকল সদস্যরা জানান তারা যেন এইভাবে সকলের পাশে থাকতে পারে এই দোয়া এবং সকলের সহযোগিতা আশা করেন।