স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

সম্রাট হোসেন , ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবায় মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে 'করোনা স্কোয়াড' নামের একটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক একরামুল হক লিকু, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহীনুর আলম লিটন, জাতীয় ভ্যান রিক্সা শ্রমীক লীগের সভাপতি জামাল হোসেন, মানবতার ফেরিওয়ালা তারেক মাহমুদ জয় সহ করোনা স্কয়াডের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন জেলার হাসপাতালে আইসিইউ না থাকার কারণে করোনা  ও অন্যান্য রোগে আক্রান্ত মুমুর্ষ রোগিদের বাইরে পাঠানো হচ্ছে। এজন্য বাড়ছে মৃত্যুহার। তাই তারা দ্রুত হাসপাতালের মানোন্নয়নসহ আইসিইউ স্থাপনের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ