শিবগঞ্জে কলার বাগানে গাঁজার চাষ, ১ যুবক আটক

বগুড়া প্রতিনিধিঃ মোঃ সবুজ মিয়াঃ বগুড়ার শিবগঞ্জে কলাবাগান থেকে গাঁজার গাছ উদ্ধারসহ নায়েম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার উথলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত বনজের আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় নায়েম ওই কলাবাগানে প্রতিদিন মাদক সেবন করতো। এছাড়াও গোপনে সে কলাবাগানে গাঁজার গাছ রোপন করে পরিচর্যা করে আসছিলো। পরে রোববার গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ