সিরাজগঞ্জে নারান্দিয়াতে দূর্বৃত্তদের হাতে আম বাগান কর্তন

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারান্দিয়া গ্রামে রাতের অন্ধকারে ৭/৮ বছরের একটি আম বাগান কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। তথ্য অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা যায়, নারান্দিয়া গ্রামের মৃত মোজাহার প্রাং এর ছেলে সোলায়মান প্রাং ৮ বৎসর আগে আম রুপালী গাছের একটি বাগান লাগায়। উক্ত আম রুপালি বাগানটিতে বেশ কয়েকটি বছর ধরে প্রচুর আম আসে এবং সেই আম বিক্রি করে সোলায়মান ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করে আসছে। গত ০৭ জুন সোমবার রাত্রিতে কে বা কাহারা উক্ত আম বাগানটি কেটে ফেলে। এ ব্যাপারে সোলায়মানের সাথে কথা বললে আমাদের প্রতিনিধিকে জানান আমার কোন শত্রæ নেই। তবে কে বা কাহারা আমার এই ক্ষতি করল, আমার ছেলে মেয়ের মুখের আহার কেরে নিল আল্লাহ কাছে এবং গ্রাম্য প্রতিনিধির কাছে আমার বিচার থাকলো? একই মহল্লার মোঃ সাজেদুল হোসেন সুমন, শামীম, ফজলার রহমান আরছু, ইসমাইল হোসেন, নুহু, শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম ও রশিদ তালুকদার তারা বলেন মঙ্গলবার সকালে আমরা এই ঘটনা শোনা মাত্র গিয়ে দেখি ঘটনাটি সত্য। তবে এই দূস্কৃতিকারীর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা গ্রাম্য ভাবে বসে দেখি এর একটা বিহিত করা যায় কিনা কারণ এখানে বাইরের কোন লোক আসে নাই। এই গ্রামের লোক ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব না। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিরাজগঞ্জ সদর থানায় জিডির প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ