স্টাফ রিপোর্টারঃ আজ শুক্রবার (২৫ জুন) সকাল ১১ঃ০০ টার সময় মোহাম্মদপুর-ছুটিপুর বাজারে দোকানপাট খোলা থাকায় জরিমানা গুনতে হয় দোকানদারদের। এছাড়া কিছু মানুষের মুখে মাস্ক না থাকায় তাদেরকে আর্থিক জরিমানা করেন মাহাবুবুল হক, নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা, যশোর। করোনা ভাইরাস যশোরে দিন দিন ভয়াবহ রূপ ধারন করছে। যার ফল স্বরূপ গ্রামগঞ্জে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহন করছে। যাদেরকে আর্থিক জরিমানা গুনতে হয়েছে তাদের সাথে কথা বলে জানা যায় এ জরিমানায় তাদের কোন ক্ষোভ নেই বরং তারা তাদের নিজের ভুলের জন্য অনুতপ্ত। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের আখের গোছাতে নিজের ও অন্যের জীবন বিপদের মুখে ফেলছে।এমতাবস্থায় যদি লকডাউন সফল করতে হয় তাহলে শুধু পুলিশি টহল দ্বারা সম্ভব না। প্রত্যেকটা মোড়ে বাজারে কম করে হলেও একজন করে পুলিশ টহলে রাখাটা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত হবে বলে ধারনা করা যায়। নিজে নিজের পরিবারকে সুস্থ রাখতে ঘরে থাকার কোন বিকল্প নেই। ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকার সুযোগ করে দিন। আপনিও এ সমাজের মানুষ আপনারও সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করা উচিত। "মানুষ মানুষের জন্য" চলুন এই বাণীটাকে সত্যতায় রুপান্তরিত করতে নিজের সব টুকু উজাড় করে দিই। আর প্রর্থনা করি যার যার ধর্মের সৃষ্টিকর্তার কাছে যেন অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা আমাদেরকে রক্ষা করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

