গোপালগঞ্জে বাড়িতে বাড়িতে পুলিশের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার বিতরণ

শান্তনু রায়, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ " বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে সম্মানিত আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), মহোদয়ের দিক নির্দেশনায় সম্মানিত ডিআইজি, ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তত্ত্বাবধানে এবং গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম মহোদয়ের সার্বিক তদারকিতে গোপালগঞ্জ জেলার ৫ থানার মোট ৭৯ বিটের প্রায় দুই লক্ষ বাড়িতে সংশ্লিষ্ট বিট অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বার সম্বলিত স্টিকার লাগানো হয়েছে এবং বাড়ি বাড়ি গুলোতে স্টিকার লাগানোর প্রক্রিয়া চলমান রয়েছে। জনবান্ধব পুলিশং করে তোলার অভিপ্রায়ে এবং পুলিশের সাথে জনগণের মেলবন্ধন শতভাগ নিশ্চিত করে সেবার মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে বিট পুলিসিং।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ