মানিকগঞ্জ জেলায় চলেছে লকডাউন

লকডাউনে চলছে প্রশাসনের কড়া নজরদারি

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ এ লকডাউন,বিশেষ করে ঢাকা হতে প্রবেশের দুটি পথ সাটুরিয়ায় বারবারিয়া এবং সিংগাইরের ধল্যা) শিবালয়ের আরিচা-পাটুরিয়া ঘাটে ভ্রাম্যমাণ আদালত চলমান আছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মানুষ্যবাহী সকল যান প্রবেশ করে দেওয়া হচ্ছে না।কেবল রোগী, এম্বুল্যান্স এবং জরুরি পরিষেবার বাহনগুলোকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।
 
তাছাড়া জেলার অন্যান্য জনসমাগম হয় এরকম স্থান, বাজার, বাসস্ট্যান্ড এ নজরদারি বাড়ানো এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।প্রয়োজনে নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।জরুরি দরকার ছাড়া বাইরে আসা জনসমাগম করা থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ