![]() |
| খাবার পৌঁছে দিচ্ছে মেয়র রিটন |
তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ করোনা আক্রান্ত পরিবারের ফোন পেয়ে খাবার ও ঔষধ পৌছে দিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌর সভার ৩ নং ওয়ার্ডের ফুল বাগান পাড়ায় করোনা আক্রান্ত পরিবার খাদ্য ঔষধের সহায়তা চেয়ে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে ফোন দেন।ফোন পেয়ে তৎক্ষণিক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে পৌর সভার একটি দল বাড়িতে ১০ দিনের খাবার ও ঔষধ পৌছে দেন।
এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, আমি সম্মানিত পৌর বাসির কাছে অনুরোধ করবো নিজ নিজ দায়িত্বে স্বাস্থ বিধি মেনে চলবেন। এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেননা। বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবো।
মেহেরপুর পৌর এলাকায় করোনায় আক্রন্ত পরিবার যেকোন সহায়তার প্রযোজনে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অথবা আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। আমরা খাবার ঔষধ চিকিৎসা সহ যেকোন সহযোগিতা তৎখনিক ভাবে আপনাদের কাছে পৌছে দেব।এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, শাকিল রাব্বি ইভান, হিরোক, শাজাহান প্রমুখ।
