তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার জাদুখালি মাদক সেবনে বাধা দেওয়ায় সাইদুর রহমান নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে। এ সময় স্থানীয় জনগণ ঘাতক কে পিটিয়ে হত্যা করে। ঘাতকের নাম মনি। নিহত সাইদুর যতারপুর গ্রামের কেরুর ছেলে। সে জেলা যুবলীগের কর্মী। মাদকাসক্ত ঘাতক মনি একই গ্রামের আবুলের ছেলে। মুজিবনগর থানার ওসি আবুল কাশেম জানান, মাদক সেবনে বাধা দেয়ায় সাইদুল নামের এক যুবলীগ কর্মীকে মাদকাসক্ত যুবক অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা ঘাতক মনিকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।