উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যাণ সংগঠনের সহায়তা অটিস্টিক ইন্জিনা খাতুন পেলো হুইল চেয়ার

নিজস্ব প্রতিনিধি কুড়িগ্রামঃ ৬ নং উমরমজিদ
 ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা ইন্জিনা খাতুন (১৮) জন্ম থেকেই হাটাচলা করতে পারেনা।সেই অসহায় প্রতিবন্ধী মেয়টির পাশে দাড়ায় উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যাণ সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেন্জারে সংগঠনটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম বিষয়টি জানান।  অটিস্টিক কন্যা ইন্জিনাকে একটি হুইল চেয়ার ও অসুস্থ আর এক মহিলার চিকিৎসা বাবদ খরচের দায়ভার গ্রহন করা হয়।আজ বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীর হাতে চেয়ারটি তুলে দেয়া হয়। এসময় ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে সহ-সভাপতি মোঃ রেজাউল করিম বলেন, উমর মজিদ ইউনিয়ন মানব কল্যাণ সংগঠন সর্বদাই মানব সেবায় নিবেদিত।সমাজের প্রত্যেক বিত্তবানরা প্রতি আহ্ববান জানিয়ে বলেন, সবাই অটিস্টিক পরিবার ও অসহায়দের প্বাশে দাঁড়ালে অতি সহজেই সমাজ থেকে এই সব সুবিধা বঞ্চিত, পরিবারগুলো একটু সুখের মুখ দেখবে।এসময় অন্যান্য দের  মধ্যে উপস্থিক ছিলেন, সহ সভাপতি সামিউল ইসলাম, অর্থ সম্পাদক, মোঃ ঈশা আলী,সাংগঠনিক, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোঃরফিক সরকার,মোঃ বাবুল সরকার  সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ