মেয়ে তুমি আমায় ভালবাস বলে
আমি তুমার জন্য দিয়ানা হতে পারি,
হতে পারি পাগল
মেয়ে তুমার বুছতে হবে।
মেয়ে আজও বুছলাম তুমার মন
মেয়ে তুমি ভালবাসি বলে
হাসি হাসি ভাবে ,
আমায় দিলে ফাসি ।
ভালবাসা এতো খারাপ
মেয়ে আগে বুজিনি
এই আমি।
ভালবাসি ভালবাসি বলে
আজ দুর থেকে বহুদুরে
এই আমি,
মেয়ে শুধুই তুমার কারনে।