নওগাঁ বদলগাছীতে বাসে অতিরিক্ত যাত্রী ও ভাড়া বেশি নেওয়ায় জরিমানা

রহমতউল্লাহ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বদলগাছীতে অতিরিক্ত যাত্রী  ও ভাড়া বেশি নেওয়ার এস,টি স্পেস্যাল  গাড়ীকে জরিমানা  করেছেন বদলগাছী  উপজেলা ইউএনও আল্পনা ইয়াসমিন ও এসিলেন্ট   সুমন  জিহাদী। ১৩ জুন -রবিবার, বদলগাছী চার মাথা বাসস্টেন্ডে এ জরিমানা করা হয় দেশে চলমান মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ দ্বিতীয় ঢেউ মোকাবেলা রোধে গণপরিবহন কয়েক দিন বন্ধ থাকার পর নওগাঁ  জেলার  গনপরিবহন  গুলি   সিমিত পরিসরে চালুকরার পর  বাস গুলি মানুষের  স্বাস্থ্য   ঝুঁকিতে পড়েছে।

বাসে  অতিরিক্ত  যাত্রী  না নিয়ে অর্ধেক যাত্রী  নিয়ে চলার কথা থাকলে ও -বাসে যাত্রী  কোন ঠাসা করে  নিয়ে চলাচল করছে।  এবং  যাত্রীর কাছ থেকে নেওয়া হচ্ছে চলমান বিধি-নিষেধের ৬০ শতাংশ  অতিরিক্ত ভাড়া ও - তবে  মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি,  চলমান লকডাউনে  দুই সিটে একটি  যাত্রী নেওয়ার কথা থাকলেও  প্রতি সিটে যাত্রী  নিয়েও আদায় করছে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া   এতে করে করোনা সংক্রাম  যেমন বৃদ্ধি এবং যাত্রী  দের কাছ থেকে নেওয়া হচ্ছে  অধিক ভাড়া
 
 বদলগাছী  উপজেলা ইউএনও আল্পনা ইয়াসমিন  ও  সুমন জিহাদি  বলেন,  আমাদের কাছে একাধিক  অভিযোগ রয়েছে বাস গুলী অতিরিক্ত যাত্রী  নিচ্ছে  ও ভাড়া বেশি নেন। আমরা এ অভিযান অব্যাহত রাখব

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ