নওগাঁয় র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রহমতউল্লাহ ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ মহাদেব পুর বাসস্ট্যান্ডে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ।

শুক্রবার (২৫ জুন ২০২১)সকাল  ০৮.০০ ঘটিকায় নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অপারেশন পরিচালনা করে রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের চাঁন্দু মিয়ার ছেলে মাইক্রো ড্রাইভার সোহেল রানা (৩১) কে ৪০০ গ্রাম হেরোইন,০১ টি মাইক্রোবাস,০৩ টি মোবাইল,০৫ টি সীমকার্ড,০১ টি মেমোরিকার্ড,৮০ কেজি আম,০১ সেট গাড়ীর কাগজপত্র,নগদ = ৮,০০০- টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।উক্ত আসামীকে নওগাঁ জেলার মহাদেব পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা রুজু করা হয়েছে বলে জানান র‍্যাবের একটি সূত্রl

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ