হুদা মালী,শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার চুনকুড়ি নদীতে যৌথ অভিযানে অবৈধ নেটজল ও রশি আটক করেছে। বনবিভাগ নৌ পুলিশ ও কোষ্টগাড (২৫জুন) শুক্রবার সকাল ৯টার সময় চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়ে ৯৭ হাজার মিটার অবৈধ নেটজাল ৪৮৭০ কেজি নেটজাল ধরার রশি আটক করেন।
অবৈধ নেটজাল আটকের পরে মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ীর সামনে আগুন দিয়ে সকলের উপস্থিতে পড়ানো হয়। তবে স্থানীয় জেলেদের অভিযোগ সুন্দরবনের পাশ বন্ধ থাকায় নদীতে না যেয়ে জাল শহরের নৌকায় রাখা হয়েছিল। সেখান থেকে জাল নিয়ে এসে আগুন দিয়ে পড়িয়ে দিয়েছে।
জেলে শোকর আলী বলেন,বনে পাশ বন্ধ থাকায় আমরা জাল নৌকা ধুয়ে বাড়ির সামনে রেখে দেয় সেখান থেকে কোষ্টগাড, বনবিভাগ ও নৌ পুলিশ সদস্যরা যেয়ে নেটজাল ও কাছি নিয়ে পড়িয়ে দিয়েছে। ওই গ্রামের প্রতিবন্ধি ফজিলা (৫৫)বলেন, পাশ বন্ধ থাকায় জাল নৌকা বাড়ির পাশে রেখেছিল কিন্তু সেখান থেকে এনে পুড়িয়ে দিয়েছে। এখন আমার বাড়ি আয় করার লোক নেই পাশ ছাড়লে কি দিয়ে মাছ ধরবে।
কদমতলা ষ্টেশন কমকতা আবু সাঈদ বলেন, অবৈধ ভাবে নদীতে নেটজাল ধরায় আমরা সুন্দরবনের চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়ে ৯৭ হাজার মিটার অবৈধ নেটজাল ৪৮৭০কেজি জাল ধরা রশি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।আমাদের এই অভিযান চলমান থাকবে।
